তিন ধাপে অপো এফ১৯ প্রো জয়ের সুযোগ

১৩ জুন, ২০২১ ১৯:৫৮  
সামাজিক যোগাযোগ মাধ্যমে  তিনটি প্রতিপাদ্যের (থিম) ওপর  আনন্দের ছবি শেয়ার করে এফ১৯ প্রো জয়ের সুযোগ করে দিয়েছে গ্লোবাল স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো। এ জন্য এফ১৯ প্রো'র ডুয়াল-ভিউ ভিডিও ফিচারের মাধ্যমে আনন্দময় মুহূর্তগুলোর ভিডিও ধারণ করে বন্ধু ও পরিবারদের সাথে শেয়ার করে ভিডিও কিংবা ভিডিও'র লিংকটি কমেন্ট সেকশনে #ShareYourFunMoments হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে অপো ফ্যানদের। মজার বিষয় হচ্ছে, এই আয়োজনে অংশ নিয়ে অপো ফ্যানরা এফ১৯ প্রো, অপো ব্যান্ড স্টাইল এবং অপো এনকো ডব্লিউ১১ হেডফোন এর মতো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ারও সুযোগ পাবেন। তিনটি থিম বা প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আগ্রহীরা এই মজাদার কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন। থিমগুলো হলো: বন্ধুদের সাথে মজাদার মুহূর্ত ভাগাভাগি করে নেয়া, বন্ধু এবং পরিবারের সাথে উপভোগ্য মুহূর্ত এবং পরিবারের সাথে মজাদার মুহূর্ত শেয়ার করা 'বেস্ট ফ্রেন্ড ডে'-কে কেন্দ্র করে আয়োজিত এই সুযোগ শেষ হচ্ছে আগামী ১৪ জুন। এছাড়াও ১৫ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে ক্যাম্পেইনের দ্বিতীয় থিম যেখানে অপো ফ্যানরা তাদের ডুয়াল-ভিউ ভিডিও ফিচার দিয়ে অংশগ্রহণকারীরা তাদের বন্ধু ও পরিবারের আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন। তৃতীয় থিমটি হলো পরিবারের জন্য। এর আওতায়, ব্যবহারকারীরা তাদের পরিবারের সাথে মজাদার মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন। এই আয়োজনটি চলবে জুন ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত।